গুজব ছড়ানো একটি সামাজিক অপরাধ, আর আইন নিজের হাতে তুলে নেওয়াও ফৌজধারী অপরাধ, ছেলেধরা সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দিন। ছেলে ধরা সন্দেহে নিরপরাধ মানুষকে মারধোর করা, মেরে ফেলা হত্যাযোগ্য অপরাধ, যে কোন অপরাধে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন,আপনি নিরাপধে থাকুন আন্যকেও নিরাপধে থাকার সুযোগ করে দিন। চেতনায় একাত্তর কার্যালয়ে গুজব ছড়ানো ও প্রতিহিংসা চরিতার্থ করা বিষয়ক এক মত বিনিময় সভায় মিরকাদিম পৌর নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ এই কথা বলেন।
তিনি আরও বলেন, কোথায়ও যদি কাহারো বিরুদ্ধে কোন অভিযোগ উঠে, কাউকে আটক করা হয়, যেমন ছেলেধরা, পকেটমার, চোর ইত্যাদি আগে আপনি নিশ্চিত হন, পরে অভিযোগকারী এবং অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দিন এবং পুলিশের কাছে হস্তান্তর করুন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ভাস্কর সাহিত্য সংস্কৃতি গোষ্ঠীর সহ সভাপতি মোঃ আলি, সমাজ সেবক কামরুল ইসলাম জাহাঙ্গীর, চলচ্চিত্র পরিচালক জাকির ছিদ্দিকি, সৌরভ আহাম্মেদ জনি, জুম্মান, মেহেদি হাসান প্রমুখ ব্যাক্তিবর্গ।