করোনা নিয়ন্ত্রণে কাল থেকে সেনাবাহিনী কঠোর হবে, অযথা বাহিরে ঘোরাফেরা নিষেধ
শরমিতা লায়লা প্রমিঃ আগামীকাল ২রা এপ্রিল, বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সকল স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিন এর বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে সেনা ও পুলিশ, র্যাব বাহিনী বার বার ঘরে থাকার অনুরোধ করিলেও অনেকে তাহা অমান্য করে চলাচল করে, যাতে করে সামাজিকভাবে করোনা ভাইরাসের ব্যাপকভাবে বিস্তার ঘটতে পারে বিষয়টি উপলব্দি করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারনা করা যায়।