১৬ই ডিসেম্বরের মধ্যে মুক্তিযোদ্ধারা পাবেন ২টি সার্টিফিকেটঃমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক
কমান্ডার আঃ রহিমঃ আগামী ১৬ই ডিসেম্বরের মধ্যে সারাদেশে মুক্তিযোদ্ধাদের ১টি নয় ২টি করে সনদ দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গত ৭ই অক্টোবর টাঙ্গাইল জেলার শহীদ মুক্তিযোদ্ধা প্রাঙ্গণে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশে এ কথা জানান।’ তিনি বলেন সকল মুক্তিযোদ্ধাদের ২টি করে সনদ দেওয়া হবে যার মধ্যে ১টি হচ্ছে ডিজিটাল সনদ বা আইডি কার্ড যা মুক্তিযোদ্ধারা গলায় ঝুলিয়ে রাখবে । আরেকটি হবে বড় সনদ যা কিনা মুক্তিযোদ্ধারা নিজ নিজ বাড়িতে সাজিয়ে রাখতে পারেন।
তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাইজেশন তথ্যের ডাটাবেজ সংরক্ষিত আছে। ডাটাবেজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-বিসিসির ডাটা সেন্টারে সংরক্ষিত আছে। ডাটাবেজে মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, সাময়িক সনদসহ বিভিন্ন ধরনের গেজেটের ডিজিটাইজেনশন করা তথ্য সংরক্ষিত রয়েছে যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বাতায়নে প্রদর্শিত হচ্ছে।’
মোজাম্মেল হক বলেন, ‘দেশের বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট বা পরিচয়পত্র প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে। এ লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের অনুকূলে ডিজিটাল সনদ প্রদান কার্যক্রম প্রক্রিয়াধীন।আগামী ১৬ই ডিসেম্বরের মধ্যে একদিনে একযোগে ডিজিটাল সনদ প্রদান করা হবে।’