সৌরব আহাম্মেদ জনিঃ মিরকাদিম পৌরসভার নুরপুর গ্রামের মরহুম হাজি সাবেদ আলি বেপারীর তৃতীয় পুত্র, চেতনায় একাত্তর সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ এর বড় ভাই বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন আহামেদ এর ২২তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে নিজ বাসভবনে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে কামাল উদ্দিন আহাম্মেদ সহ পরিবারের সদস্যসহ এলাকার বিশিষ্টজন উপস্থিত থাকেন, মরহুম নাসির উদ্দিন এর ছোট ছেলে আব্দুল মান্নান রনি তার মরহুম পিতা ও জীবিত মা- চাচা- চাচি, ভাই- বোনদের জন্য দোয়া চান। মরহুম নাসির উদ্দিন এর জার্মান পরবাসী বড় ছেলে সামিম আহাম্মেদ ও সকলের জন্য দোয়া প্রার্থনা করেন।