জাতীয় শোক দিবস উপলক্ষে মিরকাদিম পৌর আওয়ামী লীগের প্রস্ততি সভা
চেতনায় ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহ মানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মিরকাদিম পৌর আওয়ামী লীগের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। মিরকাদিম পৌরসভা চত্বরে প্রস্ততি সভা মিরকাদিম পৌর আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি আব্দুল বাতেন সেনটুঁর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত মিরকাদিম পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহীন, বিশেষ অতিথি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, প্রধান বক্তা মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক হাজি সামছুল কবির মাস্টার আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক রিপন হোসেন পাটোয়ারি, চর কেওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান জীবন, শিলই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল হাশেম লিটন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন নান্নু, মিরকাদিম পৌর কৃষক লীগের সভাপতি হাজি ছালাউদ্দিন দেওয়ানসহ পৌর, ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ এবং কাউন্সিলারগন।

অনুষ্ঠানের শুরুতে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি অফিসার আলহাজ্ব মোঃ মহিউদ্দিন মুঠো ফোনের মাধ্যমে সরাসরি বক্তব্যে বলেন সরকারি নির্দেশনায় স্বাস্থ্য বিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।প্রধান অতিথির বক্তব্যে মেয়র শহিদুল ইসলাম শাহীন মহোদয় করোনা ভাইরাসে আক্রান্ত কালিন সময় স্কয়ার হাসপাতালের চিকিৎসাধীনকালিন সময়ের জীবন মৃত্যুর সদ্ধিক্ষণে থাকার অভিজ্ঞতা অশ্রু সজল কান্না জনিত কণ্ঠে বর্ণনা করেন।তার সুস্থতার জন্যে দোয়া করার সকল পৌরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন এই অসুস্থ্য শরিলে আমি এসেছি শুধু বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে প্রতি বছরের ন্যায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করার ব্যবস্থা গ্রহনের জন্যে।প্রতি বছরের ন্যায় এই বছরও প্রতিটি স্পটে শোক দিবস উপলক্ষে সকলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হবে।সভায় আরও দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক হাজি সামছুল কবির মাস্টার।
Comments are closed.