মোঃ সুজন বেপারী – জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জ সরকারি গ্রন্থাগারে আলোচনাসভা ও র্যালীর আয়োজন করে। গতকাল ৫ ফেব্রুয়ারি ছিল জাতীয় গ্রন্থাগার দিবস। এ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও সরকারি গণগ্রন্থাগার সকলে একটি র্যালী বের করে।
র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় হতে বের হয়ে শহরের বিভিন্ন স্পট ঘুড়ে জেলা সরকারি গণগ্রন্থাগারে এসে শেষ হয়। সকাল সাড়ে ১০টায় সরকারি গণগ্রন্থাগারে দিবসটির প্রতিপাদ্য বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হাই তালুকদার, এ.এস.পি সদর সার্কেল খন্দকার আশফাকুজ্জামান, ডা. দেবরাজ মালাকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই.সি.টি) মোঃ সামিউল মাসুদ। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাইব্রেরিয়ান রাফিয়া সুলতানা।
Get real time updates directly on you device, subscribe now.