চেতনায় একাত্তর ডেস্কঃ বিভিন্ন অনিয়মের অভিযোগে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি বাতিল করা হয় । দুই পক্ষের দুইটি কমিটি গঠন বিষয় ইতিপূর্বে জেলা আওয়ামী লীগ মনিটরিং কমিটির চেয়ারম্যান মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান এর নেতৃত্বে মনিটরিং কমিটির সদস্য জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদকদ্বয় অ্যাড সোহানা তাহমিনা, অ্যাড আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহাম্মেদ, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেনকে সাথে নিয়ে ষোলঘর ইউনিয়নের ওয়ার্ডসমূহের অভিযোগকারীগন এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি/ সাধারন সম্পাদক, সংশ্লিষ্ট ওয়ার্ডে বসবাসরত জেলা/ উপজেলা পয্যায়ের নেতৃবৃন্দের সাথে একান্ত বৈঠকে বসেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনেন এবং এই বিষয় একটা শান্তিপুন্ন সামাধানের উদ্যোগ নেন, অধিকাংশ ওয়ার্ডের বিষয় সমাধানে পৌঁছানো গেলেও ২/৩ টি ওয়ার্ডের বিষয় মতানৈক্য থাকায় আরও চিন্তা-ভাবনা করার সিদ্ধান্ত দিয়ে চেয়ারম্যান সাহের সভা স্থগিত করেন। এই অবস্থায় কে বা কারা উক্ত ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে মর্মে স্থানীয় সংবাদপত্রে ও অনলাইন সোশ্যাল মিডিয়াতে সংবাদ পরিবেশন করে, এতে অপর পক্ষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এর বরাবর ঘোষিত কমিটি বাতিল দাবি জানিয়ে এর সুষ্ঠু সমাধান এর আবেদন করেন। বিষয়টি নিয়ে মনিটরিং কমিটি জেলা আওয়ামী লীগ সভাপতি মহোদয়ের সাথে একান্ত সভা করেন। সভায় সিদ্ধান্তমতে মনিটরিং কমিটির পক্ষ থেকে সভাপতি মহোদয়কে অনুরোধ করা হয় ষোলঘর ইউনিয়নস্থিত ওয়ার্ডসমূহের কমিটি চূড়ান্তকরন বিষয় উভয় পক্ষের সাথে আলোচনা করে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করে দেন। এই বিষয় সভাপতি মহোদয় উদ্যোগ গ্রহণের সম্মতি প্রদান করেন।