অনেক প্রভাবশালী দেশ কথায় কথায় শক্তি প্রদর্শন করত,সাধারন করোনা কাছে পরাজিত, আল্লার কি নতিজা, শেখ হাসিনা
শরমিতা লায়লা প্রমিঃ ৭ই এপ্রিল, আজ সকাল ১০ টায় চট্রগ্রাম বিভাগীয় সকল জেলার সাথে দেশের করোনা ভাইরাস নিয়ে এক ভিডিও কনফারেন্সে তিনি তার স্বাগত বক্তব্যে এই কথা বলেন। তিনি বলেন কর্মহীন মানুষ যারা খেয়ে না খেয়ে নিজ গৃহে অবস্থান করছে বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী, তাদের যেন সরকারী বরাদ্ধকৃত তালিকা থেকে বাদ দেওয়া না হয়। তিনি জেলা প্রশাসকদের নির্দেশ দেন, ঘরে ঘরে খোঁজ নিয়ে অসহায় মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে হবে। অসহায় মানুষের জন্য বরাদ্ধ কৃত খাদ্যসামগ্রী কেহ চুরি করলে তাকে ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন বিশ্বের প্রভাবশালী শক্তিধর অনেক দেশ কথায় কথায় অস্র প্রদর্শন করে থাকে, ছোট ছোট দেশগুলোকে পাত্তা দেয় না ক্ষমতার দাপট দেখায়, কোথায় আজ তাদের ক্ষমতার দাপট ক্ষুদ্র একটি করোনা ভাইরাসের কাছে সারা বিশ্ব স্তব্ধ, মহান আল্লাহতায়ালার কি অপার ক্ষমতা, আল্লাহ সবই করতে পারেন, মহান আল্লাহতায়ালা আমাদের এই করোনা ভাইরাস থেকে রক্ষা করুক।