অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যদিয়ে বেতকা ইউনিয়ন আওয়ামী লীগ সম্মেলন অনুষ্ঠিত
শেখ মোঃ আলী আকবরঃ নানা ধরনের অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যদিয়ে টঙ্গিবাড়ি উপজেলার বেতকা ইউনিয়ন আওয়ামী লীগ ত্রি-বার্ষিক সম্মেলন আজ ৩রা ডিসেম্বর,মঙ্গলবার, বেতকা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।ওয়ার্ড কমিটি থেকে বাদ পরা বিভিন্ন ওয়ার্ড এর আওয়ামী লীগের পুরাতন সভাপতি/ সাধারন সম্পাদকদের অভিযোগ, আমরা দীর্ঘদিন যাবত ওয়ার্ড সভাপতি / সাধারন সম্পাদক পদের দায়িত্ব সততা আর নিষ্ঠার সাথে পালন করার পরও শুধু মাত্র গত উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর বিপক্ষে নৌকা মার্কার পক্ষে নির্বাচন করায় আমাদের পকেট কমিটি গঠনের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে, আমরা এই সম্মেলনের পূর্বে ওয়ার্ডসমুহের কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের দাবী করছি।সম্মেলনের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপিকা সেগুফতা ইয়াসমিন এমিলির উদ্দ্যেগী ভুমিকায় অভিযোগকারীরা সান্ত হন। বেতকা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাচ্ছু সিকদারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হালদার ভুতু, প্রধান বক্তা হাফিজ আল আসাদ বারেক, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ লুতফর রহমান সহ আরও জেলা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। কাউন্সিলারদের ভোটে এক ভোট বেশি পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন বাচ্চু সিকদার আর সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন সুমন আহাম্মেদ।