ডেস্ক নিউজঃ বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন আগামী ২০-২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।শনিবার রাতে রাজধানীর গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অক্টোবরে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের টার্গেট থাকলেও সেখানে প্রভাব ফেলেছে বন্যা আর ডেঙ্গুর প্রাদুর্ভাব। এ কারণে দুই মাস পিছিয়ে আগামী ডিসেম্বরের কাউন্সিল করার সিদ্ধান্ত নিল দলটি।
সর্বশেষ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর পর জাতীয় সম্মেলন হওয়ার বিধান রয়েছে। সেক্ষেত্রে আগামী ২৪ অক্টোবর বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে।