শরমিতা লায়লা প্রমিঃ আজ ১৫ই আগস্ট রবিবার মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, চেতনায় একাত্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ এর কনিষ্ঠ ছেলে সাওন আহাম্মেদ জুম্মান এর জম্মদিন, জম্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও জম্মদিনের কেক কাটা হবে, জুম্মানের বাবা কামাল আহাম্মেদ,মাতা নাসিমা আহাম্মেদ, বড় বোন সারমিন লায়লা জেমি, বড় ভাই সৌরভ আহাম্মেদ জনি, ছোট বোন শরমিতা লায়লা প্রমি সকলের কাছে জুম্মানের জন্য দোয়া চেয়েছেন।