আজ বীর মুক্তিযোদ্ধা হোসেন মেম্বারের ২য় মৃত্যু বার্ষিকী
চেতনায় ডেস্কঃ ১০ আগস্ট ২০২০ঃ আজ সোমবার মিরকাদিম পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক জেলা আওয়ামী লীগ সভাপতি, এম পি, এম এন, মরহুম আলহাজ্ব আব্দুল করিম বেপারির ঘনিষ্ঠ জন বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন মেম্বারের ২য় মৃত্যু বার্ষিকী।
মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন মেম্বারের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার বড় সন্তান আবুল বাসার বলেন, আমার প্রয়াত পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন মেম্বার দীর্ঘ প্রায় ২০ বছর রিকাবি বাজার পরবর্তীতে মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জিয়ার সামরিক সরকার, এরশাদ এর বিরুদ্ধে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও খালেদা জিয়া, বি এনপি, জামাত জোট সরকার আমলে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভুমিকা পালন করেছেন এবং মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।

দুঃখ জনক হলেও সত্যি আমার বাবার মৃত্যুর পর মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি আমাদের কোন খোঁজখবর নেননি এমনকি কোন স্মরণ সভার আয়োজন করেন নাই। তবে আমরা পারিবারিকভাবে আমার বাবার মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করে থাকি।
বীর মুক্তিযোদ্ধা হোসেন মেম্বারের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনা করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, চেতনায় একাত্তর সম্পাদক, মিরকাদিম পৌর নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, সাবেক জেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য হাজি সফিউদ্দিন, মিরকাদিম পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার খোন্দকার দেলোয়ার হোসেন মিলন, মিরকাদিম পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন মানব উন্নয়ন সমাজ কল্ল্যান যুব পরিষদ এর প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম জাহাঙ্গীর সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
Comments are closed.