শরমিতা লায়লা প্রমিঃ আজ ১৫ই ফেব্রুয়ারি মিরকাদিম পৌরসভা মেয়র শহিদুল ইসলাম শাহিন এর জ্যেষ্ঠ কন্যা সামরিন সুহানা ইসলাম এর শুভ জম্মদিন। বসন্তের দ্বিতীয় প্রহরে ভালোবাসা দিবসের আবরনে প্রতি বৎসরের মতো আজ যথাযথভাবে জম্মদিন উদযাপনের আয়োজন করা হয়েছে, খাবার-নাচ-গান কোনটাই বাদ যাবে না জম্মদিনের আয়োজনে, তাছাড়া ভাইবোন, দাদী,মামা-মামি,চাচা-চাচি-খালা-খালু আর মা – বাবাকে পাশে নিয়ে সামরিন সন্ধ্যায় জম্মদিনের কেক কেটে কাটবে, তারপর দেশের প্রখ্যাত শিল্পীরা পরিবেশন করবে গান। জম্মদিন অনুষ্ঠানে সামরিনকে দোয়া করার জন্য নিমন্ত্রণ করা হয়েছে প্রশাসনিক, রাজনৈতিক আর সামাজিক ব্যাক্তিবর্গকে, সাথে নিজ এলাকার আমন্ত্রিত অতিথিবৃন্দ।আমরা সামরিন এর সু-স্বাস্থ্য ও সফলতা কামনা করছি।