আনন্দগণ পরিবেশে রাতে অনুষ্ঠিত হল,নুরপুর ক্রিকেট প্রিমিয়ার লীগ
শরমিতা লায়লা প্রমিঃ একদল উদ্যমী যুবকদের অক্লান্ত পরিশ্রম আর প্রচেষ্টায় মিরকাদিম পৌরসভার গ্রিন ওয়েল ফেয়ার সেন্টার মাঠে রাতে বাতির আলোতে অনুষ্ঠিত হল নুরপুর প্রিমিয়ার ক্রিকেট লীগ মোট আট টি টিম নিয়ে এই টুর্নামেন্ট এর আয়োজন করা হয়, ফাইভ ফাইভ ফরমেটে খেলা এই টুর্নামেন্ট- প্রতিটি টিম পাচ ওভার করে খেলে। খেলা শুরু হয় ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর রাত ১০ টায় আর শেষ হয় ২০২০ সালের ১লা জানুয়ারি রাত ০২ টায় অর্থাৎ পুরাতন বছরের শেষ আর নতুন বছরের শুরু, সম্পূর্ণ নতুন একটি চিন্তা চেতনায় এই টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। যার প্রেরণা আর উৎসাহ দাতা মিরকাদিম পৌরসভা মেয়র শহিদুল ইসলাম শাহীন, মেয়র শহিদুল ইসলাম শাহীন এই খেলার উদ্বোধক আর প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মিরকাদিমের ক্রীড়াঙ্গনের কাল পুরুষ গ্রিন ওয়েল ফেয়ার সেন্টারের সাবেক সাধারন সম্পাদক, রিকাবি বাজার কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি, মিরকাদিম ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, ছিলেন গ্রিন ওয়েল ফেয়ার সেন্টারের সাবেক সাধারন সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ, আর উপস্থিত ছিলেন কামরুল ইসলাম জাহাঙ্গির, বাদল রহমান, সাওন আহাম্মেদ জুম্মান, মেহেদি হাসান ও পাপ্পু্সহ অনেকে।
নুরপুর প্রিমিয়ার ক্রিকেট লীগ টুর্নামেন্টের সভাপতি মুক্তার পাটুয়ারির সভাপতিত্বে সাওন আহাম্মেদ সঞ্চালনায় অনুস্থিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে রানার্স আপ পুরুস্কার গ্রহন করেন নুরপুর নবচেতনা ক্রিকেট ক্লাব এবং চ্যাম্পিয়ন পুরুস্কার অর্জন করেন নুরপুর গ্ললিয়ার, টুর্নামেন্টের ফাইনাল খেলায় ম্যান অব দা ম্যাচ হন হৃদয়।
খেলা শেষে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকলকে নববর্ষের রাতের প্রথম প্রহরে মোরগ পুলাও দিয়ে আপ্যায়ন করা হয়।