আব্দুল্লাহপুর ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠনে গড়িমসি, নৌকার সমর্থকদের বাদ দেওয়ার চক্রান্ত বলে অভিযোগ
শরমিতা লায়লা প্রমিঃ টঙ্গিবাড়ি উপজেলাধীন আব্দুল্লাহপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগ কর্মিটি গঠনে গড়িমসি করার অভিযোগ করেন ওয়ার্ডসমূহের বর্তমান সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ। এই বিষয় তাদের বক্তব্য হল, তারা দীর্ঘ ১৫/২০ বছর যাবত ওয়ার্ডসমূহের নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক পদের দায়িত্ব সততা ও দলীয় অনুগত্যের সাথে পারন করে আসছেন, সকল প্রকার ভয় ভীতির উদ্ধে থেকে দায়িত্বের সাথে বিভিন্ন সভা- সমাবেশ ও আন্দোলন- সংগ্রামে নিষ্ঠার সাথে অংশ গ্রহন করে আসছেন, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচন করার আমাদের নিজ নিজ পদ থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসাবে আমরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদে থাকার পরও আমাদের কাছে সদস্যপদ নবায়নের জন্য সদস্য ফরম দেওয়া হয় নাই, এখন শুনা যাচ্ছে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক পকেট কমিটি গঠনের মাধ্যমে আমাদের বাদ দিবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনীত প্রার্থীর পক্ষে নৌকা মার্কার নির্বাচন করার কারনে আমাদের বাদ দিয়ে নবাগতদের নিয়ে কমিটি করা হবে আমাদের জন্য দুঃখ ও দুর্ভাগ্যজনক। আমাদের উপর যাতে এই অবিচার করা না হয় আমরা দায়িত্ব প্রাপ্ত নেতাদের কাছে এর সুবিচার দাবী করছি।
এই বিষয় আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল রহিম বলেন আমি চার মেয়াদে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করে আসছি। একসময় কমিটি গঠন করার জন্য লোক পাইতাম না। বর্তমানে যারা ওয়ার্ডের দায়িত্ব পালন করছেন তারা আমার দুর্দিনের বন্ধু ও সাথি, বিভিন্ন আন্দোলন সংগ্রামে তারা যথাযথভাবে দায়িত্ব পালন করেছে, বি এন পি সরকার আমলে নির্যাতনের শিকার হয়েছে। শুধু মাত্র বিদ্রোহী প্রার্থীর নির্বাচন না করে নৌকা মার্কার নির্বাচন করায় তাদের বাদ দেওয়া অনৈতিক এবং আওয়ামী লীগের রাজনীতির পরিপন্থী বলে আমি মনে করি। এই বিষয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদকের নিকট প্রতিকার না পেয়ে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বঙ্গবন্ধুর মোঃ মহিউদ্দিন ও মনিটরিং কমিটির চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ লুতফর রাহমান সাহেবের বরাবর ন্যায় ভিক্তিক সমাধানে আবেদন করেছি। জেলা নেতৃবৃন্দের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস আছে তারা এর ন্যায় ভিক্তিক সমাধান করে দিবেন।