আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পরিষদের মহুতি উদ্যোগ
শরমিতা লায়লা প্রমিঃ মুন্সীগঞ্জ জেলার মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণে মুন্সীগঞ্জ জেলা পরিষদ থেকে কর্মহীন বেকার মানুষদের মাঝে সেলাই মেশিন, রিস্কা ভ্যান ও কীট নাশক স্প্রে মেশিন বিতরন করা হয়।
আজ ২৭শে নভেম্বর, বুধবার, মুন্সীগঞ্জ জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, বিশেষ অতিথি দীপক কুমার রায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),মুন্সীগঞ্জ, আরও উপস্থিত থাকেন জেলা পরিষদ মেম্বার ও অফিসারবৃন্দ।
বিভিন্ন উপজেলা থেকে আগত বেকার দরিদ্র মানুষের মাঝে ৩০০টি কীট নাশক স্প্রে মেশিন, ৭৪টি সেলাই মেশিন ও ২০টি রিস্কা ভেন বিতরন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিউদ্দিন বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পরিকল্পিত ক্ষুধা দারিদ্র মুক্ত উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে জেলা পরিষদ থেকে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে এই বিতরন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।