শরমিতা লায়লা প্রমিঃ আজ যখন ভয়াবহ করোনা ভাইরাস এর কারনে সারা বিশ্ববাসীর সাথে আমাদের প্রিয় বাংলাদেশ আক্রান্ত, বাংলাদেশের মানুষ চরম ভীতিকর অবস্থার মধ্যে জীবন যাপন করছে, সেই সময়ই আমরা পালন করছি মুসলমানদের প্রিয় রজনী হাজার বছরের শ্রেষ্ঠ রাত শবে বরাত, এ দিবস–রজনীর বিশেষ আমল হলো রোজা রাখা, নামাজ পড়া, নামাজে কিরাত ও রুকু সিজদা দীর্ঘ করা; কোরআন শরিফ তিলাওয়াত করা; দুরুদ শরিফ বেশি বেশি পড়া; ইস্তিগফার অধিক পরিমাণে করা; দোয়া কালাম, তাসবিহ তাহলিল, জিকির আজকার ইত্যাদিতে মশগুল থাকা; নিজের জন্য, পিতা-মাতার জন্য, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সব মুমিন-মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ-জাতির ও বিশ্ববাসীর কল্যাণ ও হেফাজতের জন্য দোয়া করা। আসুন এজ এই শ্রেষ্ঠ রজনীতে মহান আল্লাহতায়ার কৃপা লাভে সারা রাত এবাদত বন্দেগী করি, মহান আল্লাহতায়ালা যেন আমাদের এই ভয়াবহ করোনা ভাইরাস থেকে রক্ষা করেন আমাদের ইহকাল- পরকাল মঙ্গলময় করেন।
Get real time updates directly on you device, subscribe now.
Next Post