একই মোবাইল নাম্বার একাধিকবার আসায় ৮ লাখ নাম্বার বাদ দেওয়া হয়- ত্রান প্রতিমন্ত্রী

শরমিতা লায়লা প্রমিঃ মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার এর অর্থ প্রদান করা হচ্ছে সরাসরি উপকারভুগিদের নামে, এবং উপকারভুগিরা সরাসরি বিকাশ ব্যাংক থেকে টাকা উত্তোলন করছে, তবে দুঃস্থদের নাম তালিকাভুক্ত করার সময় একই মুবাইল নাম্বার একাধিকবার ব্যভার করা হয়, আবার অনেক অসৎ ব্যক্তি সরকারি ত্রান মেরে দিতে কিছু বেনামের তালিকা তৈরি করে যাতে তাদেরই একটি মুবাইল নাম্বার ব্যবহার করে থাকে। এই ক্ষেত্রে যাচাই করে প্রায় আট লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে বলে ত্রান প্রতিমন্ত্রী অবহিত করেন তিনি আরও বলেন এতে যদি কোন দুর্নীতির সুত্র পাওয়া যায়, যিনি জড়িত প্রমানিত হবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।