একাত্তর টি.ভি মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি জসিম উদ্দিন দেওয়ানের সুস্থতা কামনা
চেতনায় ডেস্কঃ মিরকাদিম পৌরসভার কৃতি সন্তান, বিশিষ্ট সাংবাদিক, মুন্সীগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি, একাত্তর টি ভি মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি, করোনাযোদ্ধা জসিম উদ্দিন দেওয়ান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে কোয়ারেন্টিন-এ আছেন।

তিনি সকলের কাছে আরোগ্য লাভে দোয়া চেয়েছেন। সাংবাদিক জসিম উদ্দিন দেওয়ানের সুস্থতা কামনা করেছে মিরকাদিম পৌর নাগরিক কমিটির সভাপতি, চেতনায় একাত্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, তিনি বলেন আমার ছেলে সহ যাহারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল তাদের সুচিকিৎসার ব্যবস্থাসহ বিভিন্নভাবে পাশে ছিলেন জসিম উদ্দিন দেওয়ান, মুন্সীগঞ্জ জেলায় করোনা চিকিৎসার ব্যবস্থার উন্নতির জন্য তিনি বিভিন্ন প্রচার মাধ্যমে অনন্য অবদান রেখেছেন, এই করোনা যোদ্ধাকে মহান আল্লাহ তায়ালা সুস্থতাদান করুক, আমিন। সম্পাদক চেতনায় একাত্তর