
চেতনায় ডেস্ক নিউহঃ জুয়া-মদ-চাঁদাবাজদের পর এবার ধরার চিন্তাভাবনা চলছে ব্যাংক খেলাপি গডফাদারদের, যারা ভুয়া প্রতিষ্ঠান এর নাম ভাঙ্গিয়ে, জায়গা জমির নকল দলিল দেখিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যাংক ঋন নিয়ে পরিশোধ না করে বিভিন্ন পন্থায় মেয়ে দেওয়ার ধান্দায় ছিল, ব্যাংক এর টাকায় বাড়ি-গাড়ি করে বিলাস বহুল জীবনধারণ করছে, তাদের কপালে বুজি ব্যাংকের মারা টাকায় আর সুখ, তাদের বাড়িতে যে কোন সময় ম্যাজিস্ট্রেট নিয়ে র্যাব বা পুলিশ হাজির হয়ে যেতে পারে বলে ব্যাংক খেলাপিরা খুবই আতঙ্কে আছে। মন্ত্র-এম পি-নেতাদের কাছে ধর্না দিচ্ছে। বিগত সরকার আমলের ধারাবাহিকতার সমাজের এক শ্রেণীর অসৎ লোক বিভিন্ন পন্থায় সরকারের টাকা মেরে দেওয়ার ধান্দায় থাকে, অবৈধ পন্থায় টাকা উপার্জনের পথ বেঁছে নেয়। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের সমাজের এই দুর্নীতি- অপরাজনীতি- অনিয়ম চিরতরে নির্মূল করতে বদ্ধপরিকর,

তারই ধারাবাহিকটায় আমরা দেখছি জুয়ার আড্ডায় হানা-মদের আড্ডায় অভিযান, জুয়াবাজ, মাদক সম্রাট, রাজনৈতিক টাউটদের আটক করা হয়েছে এবার ব্যাংক খেলাপিদের ধরা হরে, সমাজের সকল অনিয়ম দূর করতে যা যা করার দরকার, শেখ হাসিনা তাহা করতে বদ্ধপরিকর আছে বলে অনেকের ধারনা, কাউকে ছাড় না দেওয়ার এই মনোভাবের জন্য শেখ হাসিনা ইতিহাসের পাতায় একজন জনহিতকর শাসক হিসাবে অমর হয়ে থাকেন।