এলিট স্টারস এর ৫ম জম্মদিন উদযাপন ও বিজয় দিবস র্যালি

চেতনায় একাত্তরঃ মিরকাদিম পৌরসভার নুরপুর এলিট স্টারস এর ৫ম জন্মদিন ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে এলিট স্টারস এর সকল সদস্যবৃন্দ ব্যাপন উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বর্ণিল সাঁজে র্যালি করে সারা রিকাবিবাজার প্রদক্ষিণ করে চেতনায় একাত্তর কার্যালয়ের সামনে এক পথসভা করে। এলিট স্টারস এর সাংগঠনিক সভাপতি সাওন আহাম্মেদ জুম্মানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মেহেদি হাসান এর সম্পাদনায় পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ আর উপস্থিত থাকেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা শেখ মিজান, মুক্তিযোদ্ধা সন্তান সৌরভ আহাম্মেদ জনি, বরকতুল্লাহ, মহসিন হক, আজিজুর রহমান জিকু, মোঃ জাকির খান, মাহামুদুল হাসান সম্পদ প্রমুখ।
Comments are closed.