শরমিতা লায়লা প্রমিঃ ওরা তিন জন, নুরজাহান গেগম, আছমা বেগম আর আকলিমা বেগম, তিন জয়তি, জন প্রতিনিধি, মুন্সীগঞ্জ জেলার নারী জাগরনের তিন অগ্রদূত, বেগম রোকেয়ার অনুসারি, সামাজিক উন্নয়ন, সমাজসেবা, মানব কল্ল্যান সর্ব ক্ষেত্রেই তাদের বিচরন, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া সর্বক্ষেত্রেই তাদের অবদান আছে। লক্ষ্য একটাই মানুষের সেবা করা, পাশাপাশি সুস্থ্য রাজনীতির ধারায় তাদের বিচরন আছে, তারা দেশ প্রেমিকও বটে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে লালন করেন, শেখ হাসিনার প্রতি আস্থা আর বিশ্বাসের কোন কমতি নাই। তারা এগিয়ে যাক, মানুষ তাদের দ্বারা উপকৃত হোক দীর্ঘদিন, সেই কামনা করি, সেই কামনায় তারা দীর্ঘজীবী হোক, এটাই মানুষের প্রত্যাশা।