করোনায় আক্রান্ত মিরকাদিমের মেয়র সুস্থতার পথে, সকলের দোয়া চেয়েছেন।
চেতনায় ডেস্কঃ ২৬জুন-২০২০, মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ প্রায় ১৪ দিন যাবত ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে, বর্তমানে শ্বাস-কষ্ট তেমন হচ্ছে না, তবে ইতিপূর্বে তাকে অক্সিজেনের সাহায্যে করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে করোনা ভাইরাসকে জয় করতে হয়েছে বলা যায়। তার করোনা ভাইরাসের প্রথম পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে, তবে তার ঠাণ্ডা জনিত কাশি এখনো পুরোপুরি নিরাময় হয়নি। দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ আসলে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ করোনা ভাইরাস মুক্ত বলে ঘোষণা করবে।

তিনি তার প্রিয় মিরকাদিম পৌরবাসীর কাছে দোয়া চেয়েছেন, মহান আল্লাহতায়ালা যেন তাকে অতি দ্রুত সুস্থতাদান করেন এবং পৌরবাসীর মাঝে ফিরে আসতে পারেন। তিনি পৌরবাসীর উদ্দেশ্যে বলেছেন, করোনা ভাইরাস কত যে ভয়াবহ যার হয়েছে তিনিই উপলব্ধি করতে পারেন, তিনি আরও বলেন মহান আল্লাহ তায়ালা যেন শত্রুকেও এই ভাইরাসে আক্রান্ত না করেন।
তিনি পৌরবাসীকে আরও বলেন আপনারা সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলবেন, নিয়মিত মুখে মাস্ক পড়বেন, কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবেন, একে অপর থেকে তিন ফুট দূরত্ব বজায় রেখে চলাচল করবে, মহান আল্লাহতায়ালা আপনাদের সহায় হোক, আমিন। সম্পাদক, চেতনায় একাত্তর