করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শরমিতা লায়লা প্রমিঃ করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি নগদ অর্থ সহায়তা করবেন প্রধানমন্ত্রী, আজ বৃহস্পতিবার ভি.ডি.ও কনফারেন্স এর মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বলেন, এ অর্থ প্রয়োজনের তুলনায় সামান্য। আমরা হয়তো অনেক বেশি দিতে পারবো না। কিন্তু কেউ যাতে এই অর্থ থেকে বঞ্চিত না হয়, সবাই যাতে সামান্য হলেও সহায়তা পায় আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, এ সহায়তার জন্য কারও কাছে হাত পাততে হবে না। মোবাইল ব্যাংকিংয়ের সুবিধার কারণে টাকা নিজেই সুবিধাভোগীর কাছে পৌঁছে যাবে। এটাই ডিজিটাল বাংলাদেশ। প্রধান মন্ত্রির এই উদ্যোগ দেশ- বিদেশের সর্ব মহলে প্রশংসিত হয়েছে। তবে সত্যিকারের লোকজন যাতে এই তালিকা থেকে বাদ না পরে সেই দিকে সরকার বিভিন্ন গোয়েন্দা বিভাগকে নজর রাখার নির্দেশনা প্রদান করেছেন। আর দল মত নির্বিশেষে সকল নিরুপায় লোকজনের জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর এই নগদ অর্থ সহায়তা প্রদান।