করোনা জুকিতে মিরকাদিম, অনেকে মানছেনা সরকারী বিঁধি নিষেধ
মেহেদি হাসানঃ ২৫ মার্চ ২০২০, মিরকাদিম পৌর এলাকাটি অতি ঘনবসতি এলাকা হিসাবে পরিচিত, মাত্র ১০.৩২ কিঃ মিঃ এলাকায় লোকসংখ্যার বাস প্রায় ৬০.০০০ (ষাট হাজার) এলাকার অধিকাংশ লোক ব্যবসায়ী ও শ্রমজীবী সাধারন মানুষ। করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে বিদেশ ফেরত লোকের সংখ্যাও প্রায় ৪০/৫০ জন প্রথম দিকে তারা হোম কোয়ারেন্টাইন না মানলেও পুলিশ তাদের বাধ্য করে হোম কোয়ারেন্টাইন-এ থাকতে, তারপরও তারা বাড়িতে থেকেও সচেতনটার অভাবে এক সাথে খাওয়া থাকা করছে বলে জানা যায়, সরকার করোনা ভাইরাস নিয়ন্ত্রনে যে বিঁধি নিষেধ আরোপ করেছেন, বাড়িতে থাকা, জরুরী প্রয়োজন ছাড়া রাস্তা ঘাটে অযথা চলাচল না করতে, আড্ডা বা দলবদ্ধভাবে জটলা না পাকানো, ঔষধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ছাড়া সব দোকান বন্ধ রেখে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে সেই নিষেধ অনেকে মানছে না, অবাধে ঘোরাফেরা করছে, অনেক দোকান খোলা আছে।
অনেকে মাস্ক ব্যবহার করছে না, হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা নেই, জনসচেনতা তৈরির জন্য মুন্সীগঞ্জ জেলা প্রশাসক, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আই জি পি মাহবুব হোসেন, জেলা পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি মিরকাদিম পৌরসভা মেয়র শহিদুল ইসলাম শাহীন এবং চেতনায় একাত্তরের সম্পাদক,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদএর উদ্যোগে করোনা ভাইরাস নির্মূলের প্রচার, মাস্ক, হাত ধোয়ার জেল বিতরন করা হচ্ছে। তারপরও বাজারে দলবদ্ধভাবে অবস্থান করা এবং বখাটেদের উপদ্রপ করছে না, এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর আরও তৎপরতা এলাকাবাসী কামনা করছে।