করোনা জয় করে বীরের বেশে ফিরলেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক
চেতনায় ডেস্কঃ করোনাভাইরাস জয় করে বীরের বেশে বাড়ী ফিরলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক। আজ রবিবার তার ফলাফল নেগেটিভ আসলে বিকেলে তিনি বাড়ি ফিরেছেন। তবে তার স্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। মাঝে মধ্যে তাকে উচ্চমাত্রায় অক্সিজেন দিতে হচ্ছে।
গত ১২ জুন করোনা শনাক্তের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর শারীরিক অবস্থার অবনতি হয়। তাৎক্ষণিক তাদেরকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেওয়া হয়। মাননিয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এর সুস্থতা লাভে মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করে মাননীয় মন্ত্রীর দীর্ঘ জীবন ও করোনা ভাইরাসে আক্রান্ত তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর সুস্থতা কামনা করেন চেতনায় একাত্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, মিরকাদিম পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার দেলোয়ার হোসেন মিলন।