“The Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman” Vol-1, (1948 – 1950) বই এর প্রকাশনা উৎসব, ৭ সেপ্টেম্বর/২০১৮, গণভবন অনুষ্ঠিত হয়।কিউরেটর এন আই খান ,তৎকালীন ডিআইজি বর্তমান আইজিপি মাহবুব হোসেন ও অন্যান্যদের সঙ্গে পিএফ টিম এর উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য নির্ভর বইটির প্রকাশনা উৎসব এর উদ্বোধন করেন। এই তথ্য নির্ভর বইটি বাঙালী জাতির আন্দোলনের সুচনালগ্নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভুমিকা সচিত্র প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়েছে।