
চেতনায় একাত্তরঃ ১৬ই ডিসেম্বর২০২০, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চেতনায় একাত্তরের আয়োজনে রিকাবি বাজারে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা শেখ মিজান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সৌরভ আহাম্মেদ জনি, সাওন আহাম্মেদ জুম্মান, মেহেদি হাসান আজিজুর রহমান জিকু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে চেতনায় একাত্তর সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ বলেন স্বাধীনতা বিরোধী অপশক্তি স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভেঙ্গে যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাষ্ট্র বিরোধী কাজ করেছে, তার যথাযথ বিচার হতে হবে আর আমাদের আজকের বিজয় দিবসের শপথ হোক, যে কোন মুল্যে এই অপশক্তিকে প্রতিহত করব ইনশাল্লাহ।
Comments are closed.