শরমিতা লায়লা প্রমিঃ আজ ৩রা নভেম্বর ২০১৯ চেতনায় একাত্তর সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ ও নাসিমা আহাম্মেদ এর নাতনী, সৌরভ আহাম্মেদ জনি ও উজমা আহাম্মেদ এর একমাত্র কন্যা জায়ফা মনির ৫ম জম্মদিন। জায়ফার জম্মদিন উপলক্ষে জায়ফার দাদা-দাদি- চাচা- ফুপি-ফুপা-সকল আত্মীয় স্বজন জায়ফার জন্য দোয়া প্রার্থনা করেন।মহান আল্লাহতায়ালা যেন জায়ফাকে দীর্ঘ-জীবন ও সুস্থতা দান করেন।