চেতনায় একাত্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ এর জম্মদিন পালিত
শরমিতা লায়লা প্রমিঃ ১০ জানুয়ারি২০২০, চেতনায় একাত্তর সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ এর ৬৬তম জম্মদিন আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে পালন করা হয়। মিরকাদিম পৌর নাগরিক কমিটি, মানব উন্নয়ন পরিষদ ও মানব উন্নয়ন সমাজ কল্ল্যান যুব পরিষদের আয়োজনে চেতনায় একাত্তরের কার্যালয়ে অনুষ্ঠিত জম্মদিন অনুষ্ঠানে উপস্থিত থাকেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ, মিরকাদিম পৌরসভা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার খোন্দকার দেলোয়ার হোসেন মিলন, বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ কুতুব উদ্দিন, মিরকাদিম পৌরসভা আওয়ামী লীগ সহ সভাপতি সালাউদ্দিন মুন্সী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুল বাসিত লাভলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সাহ আলম মৃধা, মিরকাদিম মহিলা আওয়ামী লীগ সহ সভাপতি নাসিমা আহাম্মেদ, মানব উন্নয়ন সমাজ কল্ল্যান যুব পরিষদ সভাপতি কামরুল ইসলাম জাহাঙ্গীর, যুব উন্নয়ন মহিলা পরিষদ চেয়ারম্যান হামিদা ভানু ময়না, সাংবাদিক সুজন, সাংবাদিক রুবেল মাদবর, মিরকাদিম পৌরসভা ছাত্রলীগ সদস্য সাওন আহাম্মেদ জুম্মান সহ পরিবারের সদস্য, সাংবাদিক ও এলাকার বিশিষ্টজন।
নাত- নাতনীদের নিয়ে কামাল উদ্দিন আহাম্মেদ জম্মদিনের কেক কেটে জম্মদিন পালন করেন এবং উপস্থিত সকলে কামাল উদ্দিন আহাম্মেদ এর দীর্ঘজীবন কামনায় দোয়া করেন।