চেতনায় একাত্তর সহ-সম্পাদক প্রমির দ্বিতীয় পুত্র সন্তান জম্মলাভ

সৌরভ আহাম্মেদ জনিঃ১২ই ফেব্রুয়ারি, চেতনায় একাত্তর সহ-সম্পাদক শরমিতা লায়লা প্রমি ঢাকা স্কয়ার হাসপাতালে অপারেশনের মাধ্যমে দ্বিতীয় পুত্র সন্তান এর মা হন।গতকাল রাত ৯.১৫ মিঃ ঢাকা স্কয়ার হাসপাতালে এই সময় পাশে ছিলেন প্রমির স্বামী জিয়া উদ্দিন আহাম্মেদ প্রিন্স আরও উপস্থিত ছিলেন প্রমির পিতা মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, চেতনায় একাত্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, মাতা নাসিমা আহাম্মেদ, চাচা আবু তাহের, খালা হাসিনা আক্তার, ভগ্নীপতি সেলিম আহাম্মেদসহ ভাই-বোন এবং নিকট আত্মীয় স্বজন।রাতেই সদ্য ভূমিষ্ঠ শিশুর ফুফা ফুফি মেয়রশহিদুল ইসলাম শাহিন ও অভি ইসলাম পরিবার সমেত হাপাতালে মা এবং শিশুকে দেখতে যান।এই সময় সকলকে মিষ্টিমুখ করেন করানো হয়, প্রমির অ্যামেরিকা প্রবাসী শ্বশুর-শাশুড়ি হাজি বসির আহাম্মেদ ও হাজি খুকী আহাম্মেদসহ সকলে হাসপাতালে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন এবং পুরবধূ ও নাতির খোঁজখবর নেন, তারা পুত্রবধু ও নাতির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।