ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী।। মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের শুভেচ্ছা আর অভিনন্দন
চেতনায় ডেস্কঃ ৪ই জানুয়ারি,২০২১, আজ বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী, সারা দেশে দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে।মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগও স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যাদায় বর্ণিল আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করছে।ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ এর পক্ষ থেকে জেলা ছাত্রলীগকে এক শুভেচ্ছা বার্তায় জেলা আওয়ামী লীগ সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ মহিউদ্দিন বলেন ১৯৪৮ সালের ৪ই জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা লাভ করার থেকে আমাদের ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে বিজয় অর্জনে বঙ্গবন্ধুর নেতৃত্বে ছাত্রলীগ গৌরব উজ্জ্বল অবদান রেখেছে, স্বাধীনতা পরবর্তী সময় এবং বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন, খালেদার অপশাসন, জামাত-বি এন পির দুঃশাসন এবং ওয়ান এলিভেন সরকারের অগণতান্ত্রিক সামরিক শাসনের প্রতিবাদে গনতন্ত্র পুনরুদ্ধারে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে রাজপথে ছাত্রলীগের অনন্য অবদান ইতিহাসের পাতায় গৌরবময় অধ্যায় লিপিবদ্ধ আছে। এই ক্ষেত্রে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগও এই গৌরবের অংশীদার।

২০০৮,২০০৯ সালের নবম জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় এবং শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর থেকে অদ্যাবদি বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা- দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে সফলতা অর্জিত হয়েছে তার অংশীদারও বাংলাদেশ ছাত্রলীগ।তবে ইদানিং জামাত- শিবির আর বিএনপির কিছু অনুপ্রবেশকারী ছাত্রলীগে ডুকে ছাত্রলীগের অসামান্য অর্জনকে কলুষিত করার অপচেষ্টায় লিপ্ত আছে। বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল ছাত্রলীগের নেতা- কর্মী আর সমর্থকদের এই বিষয় সতর্ক থাকতে হবে যাতে করে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অর্জনকে এই অপশক্তি ম্লান করতে না পারে।
পরিশেষে আমি মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের উত্তর উত্তর সাফল্য কামনা করছি এবং আশাবাদ ব্যক্ত করছি দেশের উন্নয়নেরধারা অব্যাহত রাখতে প্রিয় নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার ক্ষেত্রে ছাত্রলীগের গৌরবময় ভুমিকা অব্যাহত থাকবে।ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ লুৎফর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ।
Comments are closed.