জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রস্ততি সভা
চেতনায় ডেস্কঃ১২আগস্ট ২০২০, জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ এক প্রস্ততি সভা নিজস্ব কার্যালয়ের অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি অফিসার আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ মোঃ লুৎফর রহমাণের সঞ্চালনায় প্রস্ততি সভায় উপস্থিত থাকেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিছ উজ্জামান আনিছ, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড.সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি আফছার উদ্দিন ভুঁইয়া, সাধারন সম্পাদক হাজি সামছুল কবির মাস্টার, মুন্সীগঞ্জ পৌর আওয়ামী লীগ সহ সভাপতি মোঃ আলী, সহ সভাপতি অ্যাড, সিরাজুল হক লিটন, সাধারন সম্পাদক সাইদুর রহমান ভুঁইয়া, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অ্যাড. সামছুন নাহার শিল্পী, জেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান খান, শহর যুবলীগ সভাপতি মালেকুন মাকসুদ বিপুল, গজারিয়া আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

সভায় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ওবায়দুল কাদের মহোদয়ের প্রেরিত পত্রের দিক নির্দেশনার আলোকে সরকারি স্বাস্থ্য বিধি মেনে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালন করা হবে এবং প্রতিটি উপজেলা, পৌর, ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ অনুরুপভাবে জাতীয় শোক দিবস পালন করিবে।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সকাল ৭.০০ টায় দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করিবে, সারা দিনব্যাপী মাইকে বঙ্গবন্ধুর ভাষণও দেশাত্মবোধক গান পরিবেশন করা হবে। সকাল ১০ টায় রেলির মাধ্যমে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুস্প স্তবক অর্পণ করা হবে এবং দোয়া মাহফিলের পর খাবারের প্যাকেট সরবরাহ করা হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়।
Comments are closed.