শামীম হোসেনঃ সিরাজদিখান উপজেলাধীন জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থানীয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহাম্মেদ, প্রধান অতিথি মুন্সী গঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ লুতফর রহমান, প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক সোহরাব হোসেন, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারনদ্বয় সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা, অ্যাড আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহাম্মেদ, জেলা আওয়ামী লীগ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজিয়াবু বক্কর ছিদ্দিক, শ্রম বিষয়ক সম্পাদক সামসুল হক সহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
ঝর-বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্মেলন ও কাউন্সিল সম্পূর্ণ হয়।উপস্থিত প্রায় ৯০% জন কাউন্সিলারের সরাসরি ভোটে আগামী তিন বৎসরের জন্য জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হন মোঃ লুতফর রহমান আর সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ কাঞ্চন মিয়া।