শরমিতা লায়লা প্রমিঃ মুন্সীগঞ্জ জেলা সর্বত্র ইউনিয়ন সমুহের ত্রিবার্ষিক সম্মেলনের মধ্যদিয়ে কাউন্সিলের মাধ্যমে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে নেতৃত্ব নির্বাচিত করা হচ্ছে।মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপুন্নভাবে তৃণমূল থেকে উঠে আসা কাউন্সিলারগন নেতা নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।যদি কোথায়ও কোন অনিয়ম ও গঠনতন্ত্রের বিধি অমান্য করে নেতা নির্বাচন করা হয়, সেই ক্ষেত্রে জেলা আওয়ামী লীগ গঠিত মনিটরিং টিম অভিযোগ পেলে সাথে সাথে এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।

আজ০৭/১০/২০১৯ টঙ্গিবাড়ি উপজেলাধিন আবদুল্লাহ ইউনিয়ন আওয়ামী লীগের এর বিভিন্ন ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত করার বিষয় এক বর্ধিত সভা আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে স্থানিয় হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন টঙ্গিবাড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগ কার্যকরী সদস্য ও সোনারং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি এবং স্থানীয় নেতৃবৃন্দ।আব্দুল্লাহ পুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিভিন্ন ওয়ার্ডের সম্মেলনের তারিখ নিদ্ধারন করা হয়।