নিজস্ব প্রতিনিধিঃ ২রা আগস্ট শুক্রবার বাদ জুম্মা মিরকাদিম পৌরসভার নুরপুর গ্রামে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনা সৃষ্টি বিষয়ক মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।

তায়েফুর রহমানের সভাপতিত্বে উক্ত মানব বন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুন্সী গঞ্জ জেলা আওয়ামী লিগের সাংগঠনিক সম্পাদক, চেতনায় একাত্তর সম্পাদক, মিরকাদিম পৌর নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহামেদ, পৌর আওয়ামী লীগ সহ সভাপতি ছালাউদ্দিন মুন্সী,০৩ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুল বাছিদ লাভলু,
মোঃ রাকিবুল হাসান, সাহ আলম মৃধা, হাজি সামসুদ্দিন ভুইয়া, আস্রাফুজ্জামান সুমন, সৌরব আহাম্মেদ জনি, সজিব মাতাব্বর, শাওন আহাম্মেদ জুম্মান, মেহেদি হাসানসহ প্রমুখ ব্যাক্তিবর্গ।

কামাল উদ্দিন আহাম্মেদ বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ডেঙ্গু প্রতিরোধে সারা দেশব্যাপী সামাজিক সচেনতা সৃষ্টির লক্ষে দিক নির্দেশনা প্রদান করেছেন, তারই ফলশ্রুতিতে আজকে আদর্শ নুরপুর বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে মানব বন্ধন ও ডেঙ্গু জীবাণুর বাহক এডিস মশা নিধনে ড্রেন আবর্জনাযুক্ত জায়গায় ঔষধ ছড়ানো।

তিনি আরও বলেন রাত কানা এই এডিস মশা রাতে কামড়ায় না এই মশা দিনে কামড়ায় তাই দিনের বেলায়ও মশারী টানিয়ে ঘুমাতে হবে, বাড়ির আনাচে কানাচে ময়লা আবর্জনায় এডিস মশা জম্মায় তাই বাড়ির আনাচে কানাচে পরিস্কার রাখতে হবে। কাহারো জ্বর দেখা দিলে তাকে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, রক্ত পরীক্ষা করে নিশ্চিত হতে হবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত কিনা, ডেঙ্গু জ্বর হলে সাথে সাথে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মতো ব্যাবস্থা নিতে হবে। পরবর্তীতে গ্রামের ময়লা আবর্জনা যুক্ত স্থানে ও নর্দমায় এ ডিস মশা নির্মলে ঔষধ ছিটানো হয়।