দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন, তাঁদের কোনোভাবেই মনোনয়ন দেওয়া হবে না।

চেতনায় ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারন সম্পাদক, সেতু মন্ত্রী এম, ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যে যাঁরা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন, তাঁদের কোনোভাবেই মনোনয়ন দেওয়া হবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, দলীয় সভাপতির নির্দেশনা প্রতিপালনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেসব নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াবেন, তাঁদের বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।
Comments are closed.