অ্যাড. মৃণাল কান্তি দাস
চেতনায় একাত্তর ডেস্কঃ আমাদের বাঙালী সমাজে একটা কথার প্রচলন আছে, ধর তো ধর রুই কাতলা ধর, মার তো মার পালের গোধাটাকে মার, মর তো মর হাতির তলায় পড়ে মর, তবে সব মানুষেরই চিন্তা চেতনার ভাণ্ডার পরিপুন্ন থাকে, কথা হল সে কতটুকু তার চিন্তা চেতনার বিকশিত করতে পারলো, তার কাজকর্মে মানুষ কতটুকু উপকৃত হল, যাই হোক ছোট মুখে বড় কথা মানায় না, তাই আমি শুধু বলতে চাই মুন্সীগঞ্জ-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য জাতীয় সংসদে দাড়িয়ে মুক্তারপুর পঞ্চবটী সড়কের ভুগান্তি নিয়ে যে বক্তব্য দিলেন এবং এই ভুগান্তি লাগবে তিনি রাস্তাটি চার লেনে উন্নতিকরন নচেৎ মুক্তারপুর থেকে পঞ্চবটী পর্যন্ত উড়ন্ত সড়ক নির্মাণের দাবি জানালেন, এতে মুন্সীগঞ্জের মানুষ বিশেষ করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মানুষ খুবই আশাম্বিত হয়েছে,
বর্তমান সময় এই এলাকার মানুষের সব চেয়ে বড় সমস্যা হল ঢাকা নারায়ণগঞ্জসহ দেশ-এর বিভিন্ন স্থানে যাতায়াত, এই যাতায়াতের ক্ষেত্রে মুক্তারপুর পঞ্চবটী সড়কটি অপরিহার্য অথচ সড়কটির বিভিন্নস্থানে দীর্ঘসময় জামজটে আটকা পরে থাকতে হয়, বিশেষ করে ক্রাউন সিমেন্ট কারখানা এলাকার রাস্তা ভাঙ্গা, খানাখন্দে ভর্তি যানচলাচলের অযোগ্য, তাছাড়া কাটপট্টি চরসৈয়দপুর গুদারাঘাট, ফকিরবাড়ি,মণ্ডলবাড়ি,কাশীপুর,আর বিসিক শিল্প এলাকায় দীর্ঘসময়ের যানজট যাত্রিদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
যেহেতু বর্তমান সময় এই এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে এক নাম্বার সমস্যা এই রাস্তাটির সমস্যা নিরসনে মাননীয় সংসদ সদস্য অ্যাড. মৃণাল কান্তি দাস(দাদা) স্পষ্ট ভাষায় জাতীয় সংসদে বক্তব্য দেন এবং আশু সমস্যা সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন, এবং মাননীয় স্পীকার ও মাননীয় সংসদ নেতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মনোযোগ সহকারের তার বক্তব্য শুনেন, সঙ্গত কারনেই বলা যায় অচিরেই এই সমস্যার সমাধান হবে, এই কাজটির দৃশ্যমান শুরু করার মধ্যদিয়েই এম.পি মৃণাল কান্তি দাস মহোদয় এলাকাবাসীর মনে স্থায়ী আসন করে নিবেন এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের উপর এলাকাবাসীর আস্থা ও বিশ্বাস বাড়বে তাতে সন্দেহ নাই।
এখন আরও শুনা যাচ্ছে ইতিমধ্যে মুক্তারপুর পঞ্চবটী পর্যন্ত এই রোডে ফ্লাইওভার(হাইওয়ের)কাজ একনেক কর্তৃক অনুমোদন লাভ করেছে, যা সত্যিই এলাকাবাসীর জন্য আনন্দ সংবাদ, তবে আমরা আশা করব মাননীয় সংসন সদস্য মহোদয় কাজটির পিছনে জড়িয়ে থাকবেন যাতে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু আর শেষ করা যায়। আমরা মাননীয় সংসদ সদস্য অ্যাড.মৃণাল কান্তি দাসের সফলতা আর মঙ্গল কামনা করছি। বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, সম্পাদক, চেতনায় একাত্তর