দৈনিক জনকণ্ঠের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদ এর মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের শোক প্রকাশ
শরমিতা লায়লা প্রমিঃ মুক্তিযুদ্ধের চেতনার বাহক পত্রিকা দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রকাশক বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান ( ইন্না ------- রাজেউন )। ভোর ৪টার দিকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে তাকে ওই হাসপাতালে নেয়া হয়েছিল।” আতিকুল্লাহ খান মাসুদের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনকণ্ঠ সম্পাদকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।

Comments are closed.