শরমিতা লায়লা প্রমিঃ বাংলাদেশের মানুষের বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে, ইতিমধ্যে তিন কি.মি. পর্যন্ত দৃশ্যমান হচ্ছে, একের পর এক স্প্যান বসানোয় দৈর্ঘ্য বেড়ে চলছে স্বপ্নের পদ্মাসেতুর। গাড়ি ও ট্রেনে চড়ে পদ্মা পাড়ি দেয়ার স্বপ্ন এখন ধীরে ধীরে বাস্তবে রূপ নেয়ার পথে। সব কিছু ঠিকঠাক থাকলে বুধবার (১১ ডিসেম্বর) বসানো হবে পদ্মাসেতুর ১৮ তম। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে এ তথ্য জানিয়েছে।
সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, চলতি মাসে আরও ৩টি স্প্যান বসানো হবে। ৬ দশমিক ১ কিলোমিটার লম্বা সেতুতে স্প্যান বসাতে হবে ৪১ টি। এর মধ্যে চীন থেকে সেতু এলাকায় স্প্যান এসেছে ৩১টি। সেখান থেকে ১৭টি স্থাপন করা হয়েছে।