নবনিযুক্ত মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরাকে অভিনন্দিত করেন মিরকাদিমের মেয়র শহিদুল ইসলাম শাহিন
গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দিত করেন মিরকাদিম পৌরসভা মেয়র শহিদুল ইসলাম শাহিন। এই সময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলার ও মিরকাদিম পৌর আওয়ামী লীগের কর্মকর্তাবৃন্দ। এক সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন মাননীয় প্রধানমন্ত্রি দেশরত্ন শেখ হাসিনা সুযোগ্য নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্ব দরবারে একটি মধ্যমসারীর উন্নত দেশের মর্যাদা অর্জন করেছে, বাংলাদেশ আজ উন্নয়গামি দেশের মডেল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাব, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপনের সোনার বাংলা গড়ব। তিনি মেয়রকে উদ্দ্যেশ্য করে বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে উন্নয়নেরধারা অব্যাহত রাখতে আপনারা সততার সাথে কাজ করে যাবেন, আমরা আপনাদেরকে সকল বিষয় সহযোগিতা করে যাব।