নুরপুর জমিদার পচু বেপারীর মসজিদের মিনারার কাজের উদ্বোধন

চেতনায় একাত্তরঃ ১৬ই ডিসেম্বর ২০২০, মিরকাদিম পৌরসভাধীন ঐতিহ্যবাহি নুরপুর পচু বেপারী সাহেব নির্মিত মসজিদের মিনারা কাজের উদ্বোধন করেন নুরপুর গ্রামের স্বনামধন্য মৌলভি পরিবারের সন্তান জ্বালানী ও বিদ্যুৎ মন্ত্রানালয়ের দায়িতপ্রাপ্ত অতিরিক্ত সচিব, মসজিদ নির্মাণ কমিটির সভাপতি রহতউল্লাহ মোঃ জাকির হোসেন, তার সাথে আরও উপস্থিত ছিলের মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, সাবেক নুরপুর মসজিদ ও পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, বিদ্যুৎ বিভাগের প্রধান হিসাবরক্ষক ও মসজিদ নির্মাণ কমিটির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সহ সভাপতি সালাউদ্দিন মুন্সী, রহমত মাওলা, ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল বাছিত লাভলু, শাহ আলম মৃধা, হাজি মুখলেসুর রহমান, রকিব মাদবর, মুতুয়াল্লি হাজি জব্বার, সজিব মাদবর, তাইফুর রহমান সান্ত মুন্সী, সৌরভ আহাম্মেদ জনি, জিয়াউর রহমান জিকু মুন্সি, নেয়ামত মাওলা, সামসুদ্দিন ভুইয়া, সাওন আহাম্মেদ জনি, মেহেদি হাসান, প্রমুখ মুসল্লিবৃন্দ।
Comments are closed.