নৌকার প্রার্থীদের বিজয়ী করায় ঢাকা নগরবাসীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ
ঢাকা সিটি নির্বাচনে মেয়র নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য ঢাকা নগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
শরমিতা লায়লা প্রমিঃ রবিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাওয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠন আইডিইবির ২৩তম সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী।অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করতে গিয়ে, জলাধার রক্ষা এবং ফসলি জমি নষ্ট না করারও আহবান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সাথে প্রতিযোগীতায় এগিয়ে যেতে দক্ষ মানবশক্তি গঠনে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।মুজিব বর্ষে দেশের প্রতিটি গৃহহীন মানুষ যেন ঘর পায়, সে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।