শরমিতা লায়লা প্রমিঃ ২০ আগস্ট ২০২০, কয়েকদিন যাবত সামারার মনটা খুবই খারাপ, চুপচাপ, নিরিবিল, একাকি থাকে, কাউকে কিছু বলেও না, কারন পাঁচ দিন পর মিরকাদিম পৌরসভা মেয়র শহিদুল ইসলাম শাহীনের আদরের দ্বিতীয় কন্যা সামারা ইসলাম এর জম্মদিন, বাবা সব সময় বিভিন্ন কাজে ব্যস্ততায় থাকেন, ছেলে-মেয়েদের নিয়ে তেমন সময় কাটাতে পারেন না।তবে ছেলে -মেয়েদের জম্মদিনটা খুবই উৎসব মুখর পরিবেশে আত্মীয় স্বজনদের নিয়ে উদযাপন করে থাকেন।কিন্তু এই অজাত শত্রু করোনা ভাইরাস সকলের আনন্দ, মনের সুখ শান্তিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, করোনা মানুষকে সব কাজে একটা সীমাবদ্ধতা তৈরি করে দিয়েছে।কিছু দিন আগে শিশু সামারা দেখেছে করোনার ভয়াবহ থাপায় তার পরিবার কতটা খারাপ সময় পার করেছে, বাবা করোনায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে করোনা থেকে বাঁচতে যুদ্ধ করেছিল, বাসায় করনায় আক্রান্ত মা আর বড় আপু কি যন্ত্রনা ভোগ করেছিল, তাকে ছোট ভাইকে নিয়ে মায়ের ফ্লোরে দাগ দেওয়া সীমানার বাহিরে একাকী থাকতে হয়েছে দাদির যত্নে।

তার বাবা- মা- আপু করোনাকে জয় করতে পেরেছে, তবে বাবা এখনও করোনার ধকল সামলে উঠতে পারে নাই, এখনও শারীরিকভাবে অসুস্থ, দুর্বল, তাই সামারা বাবাকে তার জম্মদিনের কথা বলতে পারেনি।তবে সামারার এই করুন চাহুনি আর নিরিবিলি থাকা বাবা আর মায়ের চোখ এড়াতে পারেনি, বাবা- মায়ের মন বলে কথা।মা-বাবা ঠিক করলেন সামারার মনটাকে ভাল করার জন্যই সামারার জম্মদিন পালন করা হবে, তবে পারিবারিকভাবে, অতি নিকট আত্মীয়দের নিয়ে, কেক আনা হল, হল সীমিত আয়োজন, বাড়ির অভ্যন্তরে বেলুন দিয়ে সাজানো হল, ভিন্ন রুমে স্বাস্থ্যবিধি মেনে কয়েকজনের বসার ব্যবস্থাও করা হয়। সামারার বুজতে কষ্ট হলনা অজাত শত্রু করোনায় জন্যেও এই ধরনের আয়োজন।
আজ ১৯শে আগস্ট সামারার কাঙ্ক্ষিত জম্মদিন, ঠিক অন্যবারের মতো আলাদা, ভিন্ন পরিবেশ মা-বাবা-ভাই আর বোনকে পাশে নিয়ে রাত ৯.০০ টায় সামারা জম্মদিনের কেক কাটা হল, মা-বাবা- বড় আপু আদরে আদরে ভরে দিন সামারার মনটা, সামারার মনে খুশীর বন্যা বহে গেল, ম্লান মুখটায় আনন্দের আলো ছড়াল, শুভ জম্মদিন সামারা।
মেয়র কন্যা সামারা ইসলামের জম্মদিন উপলক্ষে সামারার সু-স্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে দোয়া ও জম্মদিনের শুভেচ্ছা জানান মিরকাদিম পৌর নাগরিক কমিটির সভাপতি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদসহ বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিবর্গ।
Comments are closed.