লালমনিরহাটের কৃষক মোজাম্মেল হক আনন্দ প্রধানমন্ত্রীর অনুদানে স্বাবলম্বী হয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে শুক্রবার (৯ আগস্ট) একটি ছাগল কোরবানি করেছেন। ভাঙনে ঘর হারানো মোজাম্মেল হাতীবান্ধা উপজেলার বাসিন্দা।

মিডিয়া নিউজঃ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে স্থানীয় গড্ডিমারী তালেব মোড় জামে মসজিদে একটি খাসি কোরবানি করেন তিনি।
এর আগে ২০১৫ সালে তিস্তা নদীগর্ভে জমি হারান মোজাম্মেল। এরপর তিনি প্রধানমন্ত্রীর সাহায্য প্রার্থনা করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ২০ হাজার টাকা অনুদান দেন। অনুদানের ১৭ হাজার টাকায় ঘর-বাড়ি মেরামতের কাজে লাগান মোজাম্মেল হক আকন্দ। বাকি তিন হাজার টাকা দিয়ে একটি ছাগল কেনেন মোজাম্মেল। এরপর সেই একটি ছাগল থেকে আরো ছয়টি ছাগল জন্মলাভ করে। এভাবেই ধীরে স্বাবলম্বী হয়ে উঠেন তিনি।
মোজাম্মেল বলেন, আজ আমাদের অনেক ছাগল। প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। আজ এই কৃতজ্ঞতা থেকেই প্নারধান্মমন্ত্রী সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে জুম্মার পরে একটা ছাগল কোরবানি করেছি।