
চেতনায় একাত্তর সম্পাদকঃ আজ ১৪ই ফেব্রুয়ারি, ১লা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস, বাংলাদেশেও দিবসটি নানান আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়। শীতের শেষে বসন্তের আগমন, সব কিছুতেই পরিবর্তনের ছোঁয়া, গাছের শুকনো পাতা ঝরে পরে নতুন পাতা গজায় ইতিমধ্যেই আম গাছে নতুন মুকুল দেখা দিয়েছে, মানুষের মনেও জাগরন আসে, শিতের থর থর কাপুনি থেকে দক্ষিণা হাওয়ায় হৃদয় জুড়ায়, মন প্রানে সতেজ হয়ে উঠে, কুকিলের কুহ কুহ ডাক আর রাজা শালিকের কিচির মিচির পরিবেশে নিয়ে আসে প্রানের কলতান। এই দিন আমাদের ভালোবাসা দিবস প্রিয়জনকে ভালোবাসায় সিক্ত করার দিন, সব কিছুতেই যেন নতুনের কলতান, ঝরা পাতা, শিমূল গাছের লাল ফুল, কৃষ্ণচুড়ার রঙ্গিন মেলা আর বাসন্তি রঙ শাড়ি পরে বধুয়ার চলন সবটাতেই ভালবাসা ছড়িয়ে আছে, দেখা এবং পাওয়ার জন্য চাই ভালোবাসার মন, যে মনে আজকাল আকাল লেগেছে, ভালোবাসার ন্যাকামি আর স্বার্থপরতা ভালোবাসা দিবসকে করেছে কলুষিত, সত্যিকারের ভালোবাসার খুঁজে ফাল্গুনের আগমন, প্রকৃতিকে ভালবাসুন প্রকৃতির মধ্যেই পাবে সত্যিকারের ভালোবাসা দিবসের সার্থকতা।