বঙ্গবন্ধুর জম্মদিনে চেতনায় একাত্তর কার্যালয় উদ্বোধন করলেন বঙ্গবন্ধুর মহিউদ্দিন

শরমিতা লায়লা প্রমিঃ ১৭ই মার্চ বঙ্গবন্ধুর শততম জম্মদিনে চেতনায় একাত্তর কার্যালয় উদ্বোধন করেন বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি জন নেতা আলহাজ্ব মোঃ মহিউদ্দিন । চেতনায় একাত্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে চেতনায় একাত্তর কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে আলহাজ্ব মোঃ মহিউদ্দিন বলেন আমাদের স্বাধীনতা স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে যে স্বাধীনতার ঘোষণা দেন, সেই ঘোষণার আলোকে আমরা মুক্তিযুদ্ধে অংশ নেই এবং পাক হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করি, জম্ম নেয় আজকের বাংলাদেশ, মহান নেতা বঙ্গবন্ধুর জম্মদিনে চেতনায় একাত্তর কার্যালয় উদ্বোধন করে আমি আনন্দিত, আমি আশাবাদি চেতনায় একাত্তর বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা, মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক হাজি সামছুল কবির মাষ্টার, জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল, মিরকাদিম পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার দেলোয়ার হোসেন মিলন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সৌরব আহাম্মেদ জনি, সাওন আহাম্মেদ জুম্মান, মেহেদি হাসান সহ এলাকার বিশিষ্টজন ।