বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চেতনায় একাত্তর কার্যালয়ে আলোচনা সভা
শরমিতা লায়লা প্রমিঃ ১০জানুয়ারি-২০২০, বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাণের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে চেতনায় একাত্তর কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে এবং কামরুল ইসলাম জাহাঙ্গীরের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহ ফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণ বিষয়ক সম্পাদক সালা উদ্দিন আহাম্মেদ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুল বাছিত লাভলু, শাহ আলম মৃধা, মিরকাদিম মহিলা আওয়ামী লীগ সহ সভাপতি নাসিমা আহাম্মেদ, মানব উন্নয়ন সমাজ কল্ল্যান যুব পরিষদ সভাপতি কামরুল ইসলাম জাহাঙ্গীর, যুব উন্নয়ন মহিলা পরিষদ চেয়ারম্যান হামিদা ভানু ময়না, সাংবাদিক সুজন, সাংবাদিক রুবেল মাদবর, মিরকাদিম পৌরসভা ছাত্রলীগ সদস্য সাওন আহাম্মেদ জুম্মান সহ সাংবাদিক ও এলাকার বিশিষ্টজন।
সভাপতির বক্তব্যে কামাল উদ্দিন আহাম্মেদ বলেন, আমরা যদি ৯ মাসে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করতে না পারতাম, মুক্তিযুদ্ধ যদি দীর্ঘ দিন অব্যাহত থাকতো, তা হলে হয়তো পাকিস্তানী হানাদার গোষ্ঠী বঙ্গবন্ধুকে মুক্তি দিত না, হত্যা করে ফেলত, আমরা সুভাগ্যবান যে আমরা মাত্র ৯ মাস যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জন করতে পেরেছি, আমাদের প্রিয় নেতাকে পশ্চিম পাকিস্তানীদের কারাগার থেকে মুক্তি করে ১০ই জানুয়ারি দেশে ফেরত এনেছি। সেই মাহান নেতা বঙ্গবন্ধুর শততম জম্মদিন ১৭ই মার্চ, আমরা চেতনায় একাত্তরের উদ্যোগে সারা দেশের মতো চেতনায় একাত্তর থেকেও বছরব্যাপী নানান আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী পালন করবে।