বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে,পুনরায় সভাপতি পেতে চান, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ
সৌরব আহাম্মেদ জনিঃ আগামী ২০শে ডিসেম্বর ও ২১শে ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন উপলক্ষে সারা বাংলাদেশব্যাপী আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মী, সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। কে হবেন বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক? প্রিয় নেত্রী শেখ হাসিনা কার হাতে তুলে দিবেন সাধারন সম্পাদকের মতো একটি দায়িত্বপুন্ন পদের দায়িত্বভার?
তবে সভাপতি পদ নিয়ে সবাই নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা পুনরায় সভাপতি পদের দায়িত্ব ভার নিতে যাচ্ছেন, তিনি না চাইলেও নেতা কর্মী সমর্থকরা তাকেই পছন্দ করেন, ভালোবাসেন, তিনি সকলের যোগ্য অবিভাবক, এই সময় তাকে ছাড়া আওয়ামী লীগের হাল ধরার মত যোগ্য নেতা আওয়ামী লীগে নাই। দেশের উন্নয়ন আর অগ্রগতির স্বার্থে তাকেই আওয়ামী লীগের হাল ধরতে হবে। এই বিষয় মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার আলহাজ্ব মোঃ মহিউদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি সরকার পরিচালনায় এবং আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালনে প্রমান করেছেন, তিনিই বঙ্গবন্ধুর নীতি- আদর্শ, চিন্তা- চেতনা আর মেধা-প্রজ্ঞার ধারক বাহক, শেখ হাসিনার মতো নেত্রী যুগে যুগে জম্মায় না, বাংলাদেশের মানুষ সুভাগ্যবান শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী, নেতা পেয়েছেন। আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, যতদিন কাজ করার সামর্থ্য থাকবে, ততদিন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পদের দায়িত্বে নিয়োজিত থাকবেন, আমি সহ সারা বাংলাদেশ প্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ সেটাই চান। জননেতা মোঃ মহিউদ্দিন এর সাথে একমত পোষণ করেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিছ উজ্জামান আনিছ, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক, চেতনায় একাত্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, দপ্তর সম্পাদক শ্রী কমল চন্দ্র আইচ, তথ্য ও গবেষণা সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদসহ প্রমুখ নেতৃবৃন্দ।