বছরের শেষ দিন দেখে এলাম বিক্রমপুরের কিছু দর্শনীয় স্থান

চেতনায় ডেস্ক: বৃহস্পতিবার ৩১শে ডিসেম্বর ২০২০, বছরের শেষদিন চেতনায় একাত্তরের কয়েকজন সদস্য মিলে পূর্ব পরিকল্পনামত ঘুরে এলাম বিক্রমপুরের কিছু দর্শনীয় স্থান শ্রীনগরের রাড়িখাল স্যার জগদিস চন্দ্র বসুর বাড়িতে স্থাপিত যাদুঘর, পার্ক আর জগদিস চন্দ্র বসু ইন্সটিটিউট, আরিয়ল বিল গাদি ঘাট, দোহার পদ্মার পারে মিনি কক্সবাজারখ্যাত মইনঘাট, মাওয়ায় নির্মাণাধীন পদ্মা সেতু, পরিশেষে মাওয়াঘাট পদ্মার ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, ভর্তা আর মুড়িঘণ্টা ডালের সাথে গরম গরম ভাতের বাঙালী ভুঁড়িভোজ ।সারাটা দিন ঘুরে সন্ধায় বাড়ি ফেরা বছরের শেষ দিনটা একটু অন্য রকমভাবে কাটালাম আপনজনদের সাথে ।

এমনিতেই করোনা মহামারীর কারনে প্রায় একটি বছর বেড়ানো হয়নি বলা যায়, তারপরও বলবো স্বাস্থ্য বিধি মেনে আজকের এই বেড়ানোটা ভালই লেগেছে। আমাদের সফর সঙ্গীদের মধ্যে আমি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং সম্পাদক, চেতনায় একাত্তর, সালাহ উদ্দিন আহাম্মেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাজি সফিউদ্দিন আহাম্মেদ, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সহ সভাপতি সালাউদ্দিন মুন্সী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শাহ আলম মৃধা, মিরকাদিম পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আব্দুল বাসিত লাভলু, মিরকাদিম পৌর নাগরিক কমিটির সদস্য রাকিব মাতাব্বর।
Comments are closed.